Wednesday, November 5, 2025

শার্শার কায়বায় ৩১ দফা দাবির লক্ষ্যে উঠান বৈঠক ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কায়বা (শার্শা, যশোর): শার্শার কায়বায় ৩১ দফা দাবির লক্ষ্যে উঠান বৈঠক ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) বিকেলে শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের রাড়িপুকুর সরকারি বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ কর্মী সমাবেশ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজুল মোরল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কামরুজ্জামান মুন্না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস, তাজউদ্দীন আহমেদ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য আল উজায়ের সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, সহ-সভাপতি মোনায়েম হোসেন এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তব্যে সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বলেন, “৩১ দফা শুধু কাগজে-কলমে থাকা কোনো প্রতিশ্রুতি নয়—এটি আমাদের সমাজের পরিবর্তনের অঙ্গীকার। জনগণের অংশগ্রহণ ও ঐক্য ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আমরা যদি সবাই মিলে কাজ করি, তাহলে গ্রাম হবে উন্নয়নের মডেল, তরুণ প্রজন্ম হবে সচেতন নাগরিক।”

তিনি আরও বলেন, “এই দফাগুলোর বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সমাজের উন্নয়নে প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।”

অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান এবং জনগণের কল্যাণে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর