Wednesday, November 5, 2025

যশোরে সিপিবির কর্মীসভা: ফ্যাসিবাদ, দুর্নীতি ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণআন্দোলনের আহ্বান

১৪ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে অংশগ্রহণের আহ্বান

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির উদ্যোগে শনিবার (১২ অক্টোবর) বিকেল ৪টায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। কর্মীসভা শেষে লাল পতাকা মিছিল শহর প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সভায় বক্তারা দেশে চলমান ফ্যাসিবাদী শাসন, গণতান্ত্রিক অধিকার হরণ, দুর্নীতি ও সাম্প্রদায়িক শক্তির উত্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, এসবের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধভাবে রাস্তায় নামতে হবে এবং ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলন গড়ে তুলতে হবে।

কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য কমরেড এস. এ. রশিদ।
সভাপতিত্ব করেন সিপিবি যশোর জেলা কমিটির সভাপতি কমরেড মাহবুবুর রহমান মজনু।

বক্তারা বলেন, “দেশে ক্রমবর্ধমান ফ্যাসিবাদী শাসনব্যবস্থা, ভোটাধিকারহীনতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং শ্রমিক-কৃষকের উপর নিপীড়ন আজ গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের জন্য ভয়াবহ হুমকি সৃষ্টি করেছে।
এই পরিস্থিতিতে বামপন্থী ও গণতান্ত্রিক শক্তিগুলোর ঐক্য গড়ে তুলে ফ্যাসিবাদবিরোধী সরকার প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করতে হবে।”

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ নভেম্বর ২০২৫, শুক্রবার বিকেল ২টায় ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়। সেখানে যশোর জেলার সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

 সভায় বক্তব্য রাখেন,  প্রকৌশলী আবু হাসান, সাধারণ সম্পাদক, সিপিবি যশোর জেলা কমিটি এড. আমিনুর রহমান হিরু,  মফিজুর রহমান নান্নু,  আব্দুর রহিম,  স্বপন মণ্ডল।

বক্তারা দেশের গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জনগণের ন্যায্য অধিকার রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর