Wednesday, November 5, 2025

যশোরে মহিলা দলের ৩৩টি আঞ্চলিক কমিটি গঠন

তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তুলতে পদক্ষেপ নিয়েছে নগর মহিলা দল

যশোর নগর মহিলা দলের উদ্যোগে ভোটকেন্দ্রভিত্তিক ৩৩টি আঞ্চলিক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১২ অক্টোবর) পত্রিকা দপ্তরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৩টি ভোটকেন্দ্র অনুযায়ী এসব কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, একজন সম্মানিত সদস্যসহ মোট ২১ জন সদস্য রয়েছেন।

যশোর নগর মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার পান্না এবং সাধারণ সম্পাদক সাবিয়া সুলতানা স্বাক্ষরিত এ কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়েছে।

‘তৃণমূল থেকেই নারী নেতৃত্ব গড়ে তুলতে চাই’ — শামসুন্নাহার পান্না

যশোর নগর মহিলা দলের সভানেত্রী শামসুন্নাহার পান্না বলেন,

“তৃণমূল থেকে নারী নেতৃত্ব তৈরি করতেই প্রতিটি ভোটকেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। এখান থেকেই যোগ্য নেতৃত্ব বাছাই করে ওয়ার্ড কমিটি গঠন করা হবে।”

তিনি আরও জানান, সম্প্রতি যশোর পৌর এলাকার ৩৩টি স্থানে মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিটি সমাবেশ থেকেই একটি করে কমিটি গঠন করা হয়েছে।

ওয়ার্ডভিত্তিক আঞ্চলিক কমিটির অংশবিশেষ

১নং ওয়ার্ড:
নাথপাড়া, মালোপাড়া, ফুলতলা কেন্দ্রের সভাপতি রীনা পারভীন, সাধারণ সম্পাদক লাভলী খাতুন।
নীলগঞ্জ সাহাপাড়া কেন্দ্রের সভাপতি সাবিহা রহমান, সাধারণ সম্পাদক টুকটুকি ইসলাম সিমা।
বটতলা ও ২নং কলোনী কেন্দ্রের সভাপতি নুরুন্নাহার হেনা, সাধারণ সম্পাদক লিজা।
সিটি কলেজ ও ব্যাটারি পট্টি কেন্দ্রের সভাপতি নাসিমা বেগম, সাধারণ সম্পাদক আলেয়া।
মোল্লাপাড়া কেন্দ্রের সভাপতি সাথী খাতুন, সাধারণ সম্পাদক জেসমিন নাহার।
মাঠপাড়া কেন্দ্রের সভাপতি মনিরা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়ামিন সুমি।

২নং ওয়ার্ড:
নাথপাড়া, খালধার রোড ও কদমতলা কেন্দ্রের সভাপতি শাফিয়া খাতুন লিপি, সাধারণ সম্পাদক আসমা পারভীন।
প-িতপুকুর, আম্বিকা বসুলেন, আরএন রোড ও কদমতলা কেন্দ্রের সভাপতি সুরাইয়া সাবনুর, সাধারণ সম্পাদক সানজিদা আক্তার মুক্তা।

৩নং ওয়ার্ড:
ঘোপ কবরস্থানপাড়া ও বেলতলা কেন্দ্রের সভাপতি নাসিমা আক্তার কুটি, সাধারণ সম্পাদক রোকেয়া বেগম।
ঘোপ জেল রোড কেন্দ্রের সভাপতি রুবিনা সুলতানা কাজল, সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা।
ঘোপ সেন্ট্রাল রোড কেন্দ্রের সভাপতি রুমি সুলতানা, সাধারণ সম্পাদক সিদ্দিকা ইসলাম সুরভী।
ঘোপ নওয়াপাড়া রোড কেন্দ্রের সভাপতি রোকেয়া খাতুন, সাধারণ সম্পাদক নিগার সুলতানা।

৪নং ওয়ার্ড:
সেবা সংঘ স্কুল কেন্দ্রের সভাপতি বিলকিছ বেগম, সাধারণ সম্পাদক কাজী তহমিনা খাতুন।
নিরিবিলি স্কুল কেন্দ্রের সভাপতি নারগিস বেগম, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার আশা।
খয়েরতলা স্কুল কেন্দ্রের সভাপতি নাসরিন পারভীন জুই, সাধারণ সম্পাদক নুর জাহান।
খয়েরতলা স্কুল কেন্দ্র-২ এর সভাপতি আবিদা সুলতানা, সাধারণ সম্পাদক তাসলিমা বেগম।

৫নং ওয়ার্ড:
এমএম কলেজ কেন্দ্রের সভাপতি পপি বেগম, সাধারণ সম্পাদক তাছলিমা নাছরিন শাপলা।
পুলিশ লাইন কেন্দ্রের সভাপতি রিনা বেগম, সাধারণ সম্পাদক তাছলিমা খাতুন।
জিলা স্কুল কেন্দ্রের সভাপতি তাহেরা, সাধারণ সম্পাদক মনিরা।

৬নং ওয়ার্ড:
আব্দুল সামান মেমোরিয়াল একাডেমির সভাপতি কল্পনা জামান, সাধারণ সম্পাদক মহুয়া খাতুন।
ইন্সটিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক নাজমা খাতুন।
রেল স্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ইয়াসমিন জামান হেলেন, সাধারণ সম্পাদক সুমা পারভীন।
ইসমাইল কলোনী কেন্দ্রের সভাপতি রোজিনা বেগম, সাধারণ সম্পাদক মিসেস রোজিনা।

৭নং ওয়ার্ড:
গোলাম হোসেন প্যাটেল স্কুল কেন্দ্রের সভাপতি মোমেনা বেগম, সাধারণ সম্পাদক শামিমা আক্তার পাপিয়া।
আশ্রম প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আয়েশা বেগম, সাধারণ সম্পাদক পারভিনা বেগম।
শংকরপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি সেলিনা খাতুন, সাধারণ সম্পাদক মোছা রুনা পারভীন।

৮নং ওয়ার্ড:
এমএসটিপি স্কুল কেন্দ্রের সভাপতি সাবিনা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সুনন্দা সরকার সুমি।
আজিমাবাদ স্কুলের সভাপতি রুবিনা পারভীন, সাধারণ সম্পাদক পারভীনা খাতুন।
ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নাছরিন হক পাপিয়া, সাধারণ সম্পাদক নাছিমা খাতুন মুক্তি।

৯নং ওয়ার্ড:
বকচর কেন্দ্রের সভাপতি আছমা খাতুন মুক্তা, সাধারণ সম্পাদক মুরশীদা বেগম।
নীলগঞ্জ তাঁতীপাড়া কেন্দ্রের সভাপতি শাহানাজ বেগম শিউলি, সাধারণ সম্পাদক আছিয়া আক্তার রীনা।
নাজিরশংকরপুর, বনানী ও হুশতলা কেন্দ্রের সভাপতি আনোয়ারা বেগম ডলি, সাধারণ সম্পাদক ইয়াসমিন আক্তার।
নাজিরশংকরপুর, মাঠপাড়া, হাজারীগেট কেন্দ্রের সভাপতি রুমি ইসলাম, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস লাবনী।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর