Wednesday, November 5, 2025

৭ দফা দাবিতে জাগপার যশোরে স্মারকলিপি প্রদান

জুম্মান হোসেন: ‘লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নাই’— এই স্লোগানকে সামনে রেখে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) দেশের জাতীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির দাবিতে ৭ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। রোববার (১২ অক্টোবর) সকালে জাগপার নেতারা যশোর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর এই স্মারকলিপি প্রদান করেন।

জাগপার সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের প্রত্যাশা ছিল— সংস্কার, বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠা।

তবে এখনো পর্যন্ত জনগণ সেই কাঙ্ক্ষিত পরিবর্তন দেখতে পায়নি। স্মারকলিপিতে জাগপা মনে করে, ইতিহাসে এই প্রথমবারের মতো দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণআস্থা পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে, যা কাজে লাগাতে হলে ৭ দফা দাবি অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।

জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদের ওপর গণভোট আয়োজন ও বাস্তবায়ন আদেশ জারি। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া শুরু। আওয়ামী আমলে সংঘটিত গণহত্যা, জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।  আওয়ামী আমলে ভারতের সঙ্গে সম্পাদিত গোপন ও অসম সকল চুক্তি জনসমক্ষে প্রকাশ ও বাতিল। জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা। সংসদের উভয় কক্ষে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) পদ্ধতিতে নির্বাচন আয়োজন। নির্বাচনে ভারতের প্রভাবমুক্ত পরিবেশ ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদানের নেতৃত্ব দেন জাগপার প্রেসিডিয়াম সদস্য, খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক ও যশোর জেলার প্রতিষ্ঠাতা সভাপতি নিজামদ্দিন অমিত।


এ সময় উপস্থিত ছিলেন— সহ-সভাপতি বজলু হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক খন্দকার জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, প্রচার সম্পাদক শাহজাহান মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ কাজী, এবং জাগপা নেতা ইকবাল হোসেন, সিরাজুল ইসলাম, সোহানুর রহমান সোহেল, রিজাউল হোসেন, সৌরভ বিশ্বাস, ফয়সাল আহমেদ, হাবিবুর রহমান, শোহানুর ইসলাম শয়ন, বাবলু হোসেন, রিফাত শেখ, মতিউর রহমান মতি, রাজু মোল্লা, কালু হোসেন প্রমুখ।

জাগপার পক্ষ থেকে জানানো হয়, ৭ দফা বাস্তবায়িত হলে দেশ নতুন উচ্চতায় পৌঁছাবে, জনগণের আস্থা ফিরে আসবে এবং বাংলাদেশ দীর্ঘমেয়াদী রাজনৈতিক স্থিতিশীলতার পথে এগিয়ে যাবে।
স্মারকলিপি গ্রহণ করেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর