Wednesday, November 5, 2025

সহযোদ্ধা হিসেবে হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকতে চান টিএস আইয়ুব

যশোরের বাঘারপাড়ায় শারদীয় দুর্গোৎসব পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবমুখর এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন যশোর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু। কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুবের আয়োজনে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি  রাজকুমার বিশ্বাস।
শনিবার (১১ অক্টোবর) বিকেলে বাঘারপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে এই প্রথম বাঘারপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে শারদীয় দুর্গোৎসব পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করায় প্রশংসিত হয়েছেন যশোর- ৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
অনুষ্ঠান শুরু হওয়ার দু’ঘন্টা আগে থেকেই সমাবেশ স্থলে হাজির হতে থাকেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সমর্থিত হিন্দু ধর্মালম্বীরা। শত শত নারী দলে দলে উপহারের লাল পাড়ে সাদা শাড়ি পরে  অনুষ্ঠানস্থলে হাজির হন। এসময় ঢাক -ঢোলের তালে তালে শতশত নারীর উলুধ্বনিতে অনুষ্ঠানস্থলে বিরাজ করে আনন্দঘন পরিবেশ। মুহু মুহু করতালি দিয়ে বরণ করে নেন উপস্থিত বিএনপি নেতা কর্মীরা।
অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি যশোর জেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, যশোর জেলাসহ বিভিন্ন এলাকায় এবারের শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। আমাদের নেতা ইঞ্জিনিয়ার টিএসআই আইয়ুব হিন্দু ধর্মাবলম্বী মা বোনদের এক জায়গায় নিয়ে এসে মিলন মেলার সৃষ্টি করেছেন। যা দেখে আমি অভিভূত হয়েছি। এতেই বোঝা যায় ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব এই নির্বাচনী এলাকার সকল ধর্মের মানুষের মনের মনিকোঠায় নিজেকে স্থান করে দিয়েছেন।
অনুষ্ঠানের আয়োজক ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব সনাতন ধর্মাবলম্বীদের স্বাগত জানিয়ে বলেন,’হিন্দু-মুসলিমের ভেতর কোন ভেদাভেদ নাই। আমি আপনাদের ভাই, বন্ধু। আমি আপনাদের সহযোদ্ধা হিসেবে পাশে থাকতে চাই।
তিনি বলেন, বিগত ১৬ বছরে আমার নির্বাচনী এলাকার মানুষের জন্য কিছু করার চেষ্টা করেছি। নির্যাতিত হয়েছি, জেল খেটেছি। আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে সকল মত-পথের মানুষকে সাথে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও শহিদুল বারী রবু, কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্ট নেতা সমীর কুমার পাল, কেন্দ্রীয় পূজা উদযাপন ফ্রন্টের সহ-সভাপতি সুরঞ্জন ঘোষ, নড়াইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অশোক কুন্ডু, যশোর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অশোক সরকার, নড়াইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব কার্তিক দাস, বাঘারপাড়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রশান্ত কুন্ডু। এছাড়া উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম সৌদি, সহ-সভাপতি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক এখলাচ হোসেন, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার ও হাবিবুর রহমান, উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিএনপি নেতা হাফিজুর রহমান, গোলাম মোস্তফা শিকদার, যুবদল নেতা সেলিম রেজা, হিরু আহমেদ,  উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক লাভলুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মসিউল আযম, সাধারণ সম্পাদক আব্দুল মানিক, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্লা, যুবদল নেতা তাসকিন আহমেদ,উপজেলা ছাত্রদলের আহবায়ক নাফিজ ইকবাল ঈসা, সদস্য সচিব পারভেজ রহমান, সাবেক ছাত্রদল নেতা নেতা মেফতাহ উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর