Wednesday, November 5, 2025

যশোরের ফতেপুর ইউনিয়নের ওয়ার্ড বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জুম্মান হোসেন: যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় হামিদপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকন।

বক্তব্যে তিনি বলেন,

“আগামী জাতীয় নির্বাচনের আগে কোনো বিতর্কিত বা আওয়ামী লীগপন্থী ব্যক্তি বিএনপির দলে প্রবেশ করতে পারবে না। তবে যেসব আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ বা বিতর্কিত তথ্য নেই, তাদের ঘরোয়া বৈঠকের মাধ্যমে মূল্যায়ন করে দলে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।”

সভায় আরও উপস্থিত ছিলেন ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবিউল,
ওয়ার্ড বিএনপির সহসভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহিনুল মনির প্রমুখ।

এছাড়া স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।

বক্তারা বলেন,

“জাতীয় নির্বাচনের আগে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা এবং আগামীর আন্দোলন-সংগ্রামে ঐক্য বজায় রাখা এখন সময়ের দাবি। বিএনপির প্রতিটি কর্মীকে সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করতে হবে।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর