Friday, December 5, 2025

বাংলাদেশকে ২২৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড

দলীয় ৩৮ রানে নিউজিল্যান্ডের তিন ব্যাটারকে ফিরিয়েছিল দারুণ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর কিউই অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুকি হালিডের ব্যাটে প্রতিরোধ গড়ে দলটি। শেষ পর্যন্ত লড়াকু পুঁজিই পেয়েছে তারা। বাংলাদেশকে ২২৮ রানের টার্গেট দিয়েছে তারা। 

শুক্রবার (১০ অক্টোবর) গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান করেছে নিউজিল্যান্ড।

Rabeya Khan wheels off in celebration, Bangladesh vs New Zealand, Women's ODI World Cup, Guwahati, October 10, 2025

আগের দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করা মারুফা আক্তার এদিন সুবিধা করে উঠতে পারেননি। তবে দলীয় ৩৮ রানের মধ্যে তিন উইকেট তুলে কিউইদের চেপে ধরে টাইগ্রেসরা।

Brooke Halliday and Sophie Devine put on a century stand, Bangladesh vs New Zealand, Women's ODI World Cup, Guwahati, October 10, 2025

৩৯তম ওভারে এই জুটি ভাঙেন ফাহিমা খাতুন। চার ওভার পর সোফির উইকেট তুলে নেন নিশিতা আক্তার নিশি। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট পেয়েছে বাংলাদেশ।

শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে বিনা উইকেটে ৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

রাতদিন খেলাধুলা ডেস্ক / জয়

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর