Wednesday, November 5, 2025

মণিরামপুরে বিএনপি নেতা মুছার স্মরণ সভার প্রস্তুতি

মণিরামপুর প্রতিনিধি: সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপির বর্ষীয়ান নেতা আলহাজ্ব মো. মুছার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি। আগামী ১১ অক্টোবর শনিবার সকাল ১০টায় মণিরামপুর জেলা পরিষদ (শহীদ মশিয়ুর রহমান) অডিটোরিয়ামে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

প্রস্তুতি তদারকিতে উপজেলা বিএনপির সভাপতি এড. শহীদ মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টুসহ অন্যান্য নেতৃবৃন্দ মাঠ পরিদর্শন করেছেন। তারা মাঠ সমানকরণ, প্রবেশপথ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি এড. সৈয়দ সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

দলীয় সূত্রে জানা গেছে, স্মরণসভায় ১০ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেবেন। এজন্য মঞ্চ নির্মাণ, সাউন্ড সিস্টেম ও অন্যান্য প্রস্তুতি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, যশোর-৫ (মণিরামপুর) আসনের এই বর্ষীয়ান নেতা আলহাজ্ব মো. মুছা গত ৪ অক্টোবর রাত ৩টা ২০ মিনিটে যশোর কুইন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর