মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলায় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ২ লাখ ৪৭ হাজার ৮৭৬ জন শিশু বিনামূল্যে টাইফয়েড টিকা পাবে। বুধবার (৮ অক্টোবর) বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে টিকাদান কর্মসূচি। মোট ১৮ কর্মদিবসে কার্যক্রম পরিচালিত হবে—এর মধ্যে ১০ দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এবং বাকি ৮ দিন কমিউনিটি পর্যায়ে। শিক্ষা প্রতিষ্ঠানে ১ লাখ ৭২ হাজার ৫৫০ জন এবং কমিউনিটিতে ৭৫ হাজার ৩২৬ জন শিশুকে টিকা দেওয়া হবে।
কর্মসূচির শুরুতে টাইফয়েড রোগের ভয়াবহতা ও টিকার প্রয়োজনীয়তা তুলে ধরে উপস্থাপনা দেন মেডিকেল অফিসার ডা. প্রদীপ কুমার। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা সিভিল সার্জন ডা. শামীম কবির। উপস্থিত ছিলেন যমুনা টিভির মাগুরা প্রতিনিধি আলিমুজ্জামান উজ্জ্বল, যুগান্তরের প্রতিনিধি আবু বাশার আখন্দ, বাসসের প্রতিনিধি আব্দুল আজিজসহ স্থানীয় সাংবাদিকরা।
ডা. শামীম কবির বলেন, “টাইফয়েড একটি মারাত্মক সংক্রামক রোগ। আগামী ১২ অক্টোবর থেকে দেশে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে। এর আওতায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী প্রায় ৫ কোটি শিশুকে এক ডোজ ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া হবে। মাগুরায় এ কর্মসূচির অংশ হিসেবে ২ লাখ ৪৭ হাজার ৮৭৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এ টিকা সম্পূর্ণ নিরাপদ ও পরীক্ষিত, কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।”
তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান, শিশুরা যেন কোনোভাবেই টিকা গ্রহণ থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার জন্য।
সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডা. জিল্লুর রহমান।