Friday, December 5, 2025

রাইজিং স্টারকে হারিয়ে গ্রেট হান্টার চ্যাম্পিয়ন

যশোরে আর.এন. রোড ক্রীড়া চক্রের আয়োজনে এবং রিপন অটোসের সহযোগিতায় অনুষ্ঠিত জুনিয়র নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।

ফাইনালে মুখোমুখি হয় রাইজিং স্টার বনাম গ্রেট হান্টার। টানটান উত্তেজনাপূর্ণ এই ম্যাচে রাইজিং স্টারকে হারিয়ে গ্রেট হান্টার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শান্তনু ইসলাম সুমিত, প্রকাশক দৈনিক লোকসমাজ ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক। বিশেষ অতিথি ছিলেন জনাব মাহতাব নাসির পলাশ, সাবেক অধিনায়ক যশোর জেলা ক্রিকেট দল ও ক্রীড়া সংগঠক। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন জনাব মোস্তফা গোলাম কাদের, সাধারণ সম্পাদক, আর.এন. রোড ক্রীড়া চক্র। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

উদ্বোধনী ম্যাচের মাধ্যমে শুরু হওয়া প্রতিযোগিতায় যশোর শহর ও আশপাশের এলাকার আটটি জুনিয়র ক্রিকেট দল অংশ নেয়। দিনব্যাপী এই ক্রিকেট আসরকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক সাড়া পড়ে। নতুন বাজার মাঠ ভরে ওঠে দর্শক, ক্রীড়াপ্রেমী ও তরুণদের উচ্ছ্বাসে। খেলোয়াড়, আয়োজক ও দর্শকদের অংশগ্রহণে মাঠটি পরিণত হয় এক প্রাণবন্ত ক্রীড়া মিলনমেলায়।

টুর্নামেন্টে দুই গ্রুপে মোট ৮টি দল অংশগ্রহণ করে—

  • গ্রুপ ‘এ’: সুপারম্যান, সুপার হিরোস, সুপাক কিংস ও রাইজিং স্টার

  • গ্রুপ ‘বি’: বেস্ট ফাইটার, স্পাইডারম্যান, নাইট রাইডার্স ও গ্রেট হান্টার

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর