Friday, December 5, 2025

বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা,খেলার বদলে চরে হাঁস,গোসল করাচ্ছেন গরু

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ১০৬ নম্বর কাছারী তোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠটি জুন মাসের শেষ সপ্তাহ থেকে দীর্ঘদিন ধরে জলাবদ্ধ রয়েছে। এতে বিদ্যালয়ের মাঠে খেলা বন্ধ,বরং সেখানে হাঁস চরছে এবং গোসল করানো হচ্ছে গরু।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ৩৩ শতক জমির ওপর অবস্থিত। বর্তমানে এখানে শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত ৮৭ জন শিক্ষার্থী রয়েছে এবং ৬ জন শিক্ষক দায়িত্ব পালন করছেন, যার মধ্যে ৪ জন নারী শিক্ষিকা। ১৯৯৬ সালে একটি ভবন নির্মাণ করা হয়, যেখানে একটি অফিস কক্ষ ও তিনটি শ্রেণিকক্ষ রয়েছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, বিদ্যালয়ের মাঠের জলাবদ্ধতা একটি দীর্ঘদিনের সমস্যা। উপজেলা শিক্ষা অফিসকে বিষয়টি জানিয়েও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বর্ষা শুরু থেকেই মাঠে পানি ভরে যায় এবং আগস্টের শুরুতে বিদ্যালয়ের ভবনের বারান্দাও পানির নিচে চলে যায়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুসরাত জাহান জানান, আগস্টে বিদ্যালয়ে আসার সময় হাঁটু পানি ছিল। এখন পানি কমলেও শিক্ষার্থীদের নিরাপদে স্কুল আসা-যাওয়া কঠিন। অনেক ছাত্র-ছাত্রীকে বাবা-মা কোলে কেঁধে স্কুলে আনতে হয়।

রাতদিন-অনলাইন ডেস্ক-

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর