Sunday, September 28, 2025

ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপহার বিতরণ

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী ভক্তদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছেন ভালুকা পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী ও ঐতিহ্যবাহী চৌধুরী পরিবারের কৃতি সন্তান আসাদুজ্জামান মাসুদ চৌধুরী।

শনিবার সকালে ভালুকা মধ্যবাজার এলাকায় সনাতন ধর্মাবলম্বী ভক্তদের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন তিনি। এ সময় উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুহেল ফেরদৌস শাহীন, বিশিষ্ট ব্যবসায়ী সওদাগর পাঠান, শ্রমিক দলের নেতা আব্দুল কাদের, জাহাঙ্গীর আলম, রফিকুল ইসলাম, আতিকুল ইসলামসহ পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আসাদুজ্জামান মাসুদ চৌধুরী বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দিতে আমি সামান্য উপহার তুলে দেওয়ার চেষ্টা করেছি।”

স্থানীয়দের মতে, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতিমধ্যেই ভালুকা পৌরবাসীর কাছে একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করেছেন সম্ভাব্য মেয়র প্রার্থী আসাদুজ্জামান মাসুদ চৌধুরী।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর