Sunday, September 28, 2025

যশোরে নাশকতার মামলায় বিএনপি নেতা অমিত, সাবু, খোকনসহ ৮০ জনের অব্যাহতি

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

যশোরে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক মামলায় চার জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় বিএনপি নেতা অমিত, সাবু, খোকন, মারুফসহ ৮০ জনের অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের এসআই কবির হোসেন মোল্যা।

অভিযুক্ত আসামিরা হলেন, শহরের শংকরপুর জমাদ্দার পাড়ার মৃত নূর-উন-নবীর দুই ছেলে খুরশিদ আলম বাবু ও আশিকুল আলম অনি, সদরের আলমনগরের মৃত আনোয়ার হোসেনের ছেলে আশরাফুজ্জামান এবং কাজীপুর গ্রামের মৃত নুরুল হক সরদারের ছেলে অজিয়ার রহমান।

মামলার অভিযোগে জানা গেছে, ২০২৩ সালের ১ নভেম্বর বিএনপির আহ্বানে তিন দিনের অবরোধ চলছিল। নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে যশোর-খুলনা মহাসড়কের চাউলিয়া এলাকায় বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে নাশকতার পরিকল্পনা করছে এ তথ্য পান। সকাল সোয়া ৬টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যাওয়ার সময় ওই চারজনকে আটক করে এবং ঘটনাস্থল থেকে ৭টি ককটেল, বাঁশের লাঠি ও ইটের খোয়া উদ্ধার করা হয়।

এ ঘটনায় ক্যাম্পের এসআই নাজমুল হাছান বাদী হয়ে আটক ৪ জনসহ বিএনপি নেতা অনিন্দ ইসলাম অমিত, অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, দেলোয়ার হোসেন খোকন, মারুফুল ইসলাম মারুফসহ ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে কোতোয়ালি থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে আটক আসামিদের দেওয়া তথ্য ও সাক্ষীদের বক্তব্যে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৪ জনকে অভিযুক্ত করে নাশকতার পরিকল্পনা ও বিস্ফোরক আইনে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ না পাওয়ায় এজাহারনামীয় ৫৭ জন ও বিভিন্ন সময়ে সন্দেহজনকভাবে আটক ২৩ জনের অব্যাহতির আবেদন করা হয়েছে চার্জশিটে।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর