ঝালকাঠির কাঠালিয়ায় শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় মৃৎশিল্পীরা। বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দূর্গাপূজা উপলক্ষে উপজেলার ৬টি ইউনিয়নের ৫৪টি মণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে পুরোদমে।
কাশফোটা শরতের এ উৎসবকে ঘিরে প্রতিটি মন্দিরে চলছে ব্যাপক প্রস্তুতি। প্রতিমাশিল্পীরা দেবী দূর্গার অনিন্দ্যসুন্দর রূপ দিতে দিন-রাত কাজ করছেন। ইতিমধ্যে প্রতিমার কাঠামোর মাটির কাজ শেষ করে শুরু হয়েছে রঙ ও সাজসজ্জার কাজ।
উপজেলার হিন্দুপাড়াগুলোতে আগাম উৎসবের আমেজ এখন স্পষ্ট। পূজা উদযাপন কমিটির সদস্যরা প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপ সাজানোর কাজেও ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্থানীয় কারিগরের পাশাপাশি বাইরের কারিগররাও এসে প্রতিমা তৈরিতে অংশ নিচ্ছেন।
প্রতিটি পূজামণ্ডপের জন্য তৈরি করা হচ্ছে দেবী দূর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, মহিষাসুরসহ প্রায় ১২টি প্রতিমা। ঢাক-ঢোল বাজনাদারেরাও বাদ্যযন্ত্র প্রস্তুত করছেন।
শারদীয় দূর্গাপূজার পাঁচদিনব্যাপী এই উৎসবকে কেন্দ্র করে কাঠালিয়ার প্রতিটি মণ্ডপে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নারী-পুরুষসহ সব বয়সী মানুষ দেবীকে বরণ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।