Sunday, September 28, 2025

যশোরে ভারতীয় নাগরিকসহ দুইজন আটক, ফেনসিডিল ও মদ উদ্ধার

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

মাসুদুর রহমান শেখ: যশোরে বিজিবির অভিযানে ভারতীয় নাগরিকসহ দুইজনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১২৫ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদ। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে যশোর-নড়াইল সড়কের তারাগঞ্জ বাজার এলাকায়। আটককৃতরা হলেন ভারতের পশ্চিমবঙ্গের নাদনঘাট থানার ধোবা গ্রামের মৃত পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার এবং সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের নগনি গাইনের ছেলে জাহাঙ্গীর আলম।

বিজিবি জানায়, দুর্গা উৎসবকে কেন্দ্র করে ভারত থেকে ফেনসিডিল ও মদ ঢাকায় পাচারের উদ্দেশ্যে আনা হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর