মাসুদুর রহমান শেখ, বেনাপোল: “ক্রীড়া শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল”—এই স্লোগানকে সামনে রেখে শার্শার ৯নং উলাশী ইউনিয়নের রামপুর ফুটবল একাদশের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকালে উলাশী ইউনিয়নের রামপুর প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে নাভারণ ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে জামতলা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
ম্যাচটির উদ্বোধন করেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান। হাজারো দর্শকের উপস্থিতিতে টানটান উত্তেজনার ম্যাচ শেষে চ্যাম্পিয়ন দলকে প্রথম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ এবং রানার্সআপ নাভারণ ফুটবল একাদশকে একটি খাসি ছাগল দেওয়া হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও অতিথিদের মাঝে স্মারক তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ কাজী নাজিব হাসান বলেন, খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখতে সহায়তা করে।
আয়োজক কমিটির আহ্বায়ক আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ জানান, তরুণদের সুস্থ বিনোদনে ফিরিয়ে আনতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
ম্যাচে সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিসহ উপজেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।