যশোরের আরবপুর ইউনিয়নের বি পতেঙ্গালী এলাকায় ট্রেনে কাটা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে যশোর-বেনাপোল রেললাইনের ওই স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহতের নাম আনিশা খাতুন (১৫)। তিনি মালঞ্চি তেঘরী গ্রামের আসাদুজ্জামানের মেয়ে এবং স্থানীয় একটি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অন্য মনোযোগে রেললাইন পার হওয়ার সময় আনিশা দ্রুতগামী ট্রেনের নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় তার কাছে থেকে একটি পঞ্চম শ্রেণির সনদপত্র পাওয়া যায়। এর সূত্র ধরে স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করেন। ঘটনার খবর পেয়ে যশোর জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান ঘটনাস্থলে পৌঁছান। তিনি জানান, “আমরা সংবাদ পেয়ে এসেছি এবং তথ্য সংগ্রহ করছি। প্রকৃত কারণ অভিভাবকদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করা হবে।”