Sunday, September 28, 2025

যশোরে নিজ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

জুম্মান হোসেন: যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোডের কন্যা ভিলা থেকে নিগার সুলতানা (৬০) নামের এক অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অসুস্থতার কারণে মৃত্যুবরণ করেছেন।

নিগার সুলতানা দীর্ঘদিন হামিদপুর নারাঙ্গালী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা হিসেবে দায়িত্ব পালন করেন। প্রায় তিন বছর আগে তিনি শিক্ষা জীবন থেকে অবসর নেন। তাঁর বাবার নাম মৃত আশরাফ উদ্দিন।

স্থানীয়রা জানান, ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় মালিক নিগার সুলতানা একাই থাকতেন। তিনি অবিবাহিত। তার ছয় বোনের মধ্যে তিনিই বড়। অন্য পাঁচ বোন তাদের নিজ নিজ বাড়িতে থাকেন। দুই-তিন দিন ধরে তার কোনো সাড়াশব্দ ছিল না। বৃহস্পতিবার সকালে ভাড়াটিয়ারা তার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পান। এতে তাদের সন্দেহ হয়। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে ফ্ল্যাটের তালা ভেঙে নিগার সুলতানার লাশ উদ্ধার করেন।

এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল বলেন, তিনি নানা রোগে ভুগছিলেন এবং একাই বসবাস করতেন। ঘরের ভেতর থেকে ছিটকিনি লাগানো ছিল। ফলে ধারণা করা হচ্ছে ৩-৪ দিন আগে নিগার সুলতানা অসুস্থতাজনিত কারণেই মারা গেছেন। এ বিষয়ে তাদের তদন্ত অব্যাহত আছে।

জুম্মান হোসেন

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর