Sunday, September 28, 2025

রূপদিয়া প্রেসক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

রূপদিয়া প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমি হলরুমে প্রেসক্লাবের সভাপতি আলমগীর কবির আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। বিকেল ৫টা পর্যন্ত চলা এ ক্যাম্পে স্থানীয় দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।

আল-হায়াত হসপিটাল যশোরের সহযোগিতায় চিকিৎসাসেবা দেন যশোর আর্মি মেডিকেল কলেজের চিকিৎসক ডা.রেজওয়ানা মাহযাবীন এবং আল-হায়াত হসপিটালের চিকিৎসক ডা.মৌসুমী কবির আশাসহ চারজন বিশেষজ্ঞ চিকিৎসক।

চিকিৎসাসেবা নিতে আসা নরেন্দ্রপুর গ্রামের গৃহিণী শরিফা বেগম বলেন, “আমি খুব অসুস্থ। এখানে এসে ডাক্তার দেখাইছি। ডাক্তার আমাকে অনেক সময় নিয়ে দেখেছেন। পরামর্শ দিয়েছেন।”

জিরাট পূর্ব পাড়ার ছাদিকুর রহমান বলেন, “হাসপাতালে লাইনে দাড়িয়ে ফি দিয়েও এরকম চিকিৎসা পাওয়া যায় না। এখানে কিছু করতে হয়নি। ডাক্তার দেখালাম অনেক ভালো লাগল।”

চিকিৎসকরা জানান, এই ক্যাম্পের মাধ্যমে নানা বয়সী নারী-পুরুষ ও শিশু চিকিৎসাসেবা পেয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল-হায়াত হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির, ব্যবস্থাপক কামরুজ্জামান পারভেজ, রূপদিয়া প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম মোস্তফা, জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক রবিউল খান,রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমির সভাপতি মশিয়ার রহমান বাদল, প্রধান শিক্ষক বি.এম. জহুরুল পারভেজ প্রমুখ।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর