নাজমুল হুদা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থান পুলিশের বিশেষ অভিযানে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১০ লাখ টাকাসহ ২উপজাতি নারীকে আটক করা হয়েছে। উদ্ধার ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (২৭ সেপ্টেম্বর) নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে এ-সব ইয়াবা ও নগদ টাকাসহ উছাইয়ে মার্মা (১৫) ও মাচিং ওয়াং মার্মাকে (৭০) নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের চিংথোয়াই পাড়া থেকে আটক করা হয়েছে। তারা ওই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সুত্রে জানা যায় ,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নের সিনথোয়াই ও নতুন পাড়া বায়ের মার্মার বাড়ি থেকে এ-সব ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান সোনাইছড়ি মাদকের ভয়াল থাবায় জর্জরিত হয়ে উঠছে যুব সমাজ। সম্প্রতি পুলিশের মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায় খুশি সচেতন মহল।
পুলিশ কর্মকর্তা মোঃ ফেরদৌস রনি বলেন,আটক নারীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর সঙ্গে জড়িত অন্যদেরও চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। তিনি মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।