Friday, December 5, 2025

আলীকদমে বিপন্ন প্রজাতির ভাল্লুক ছানা উদ্ধার

মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ বান্দরবানের আলীকদমে বিপন্ন প্রজাতির একটি কালো ভাল্লুকের ছানা উদ্ধার করেছে বন বিভাগ।

মঙ্গলবার দুপুরে লামা বিভাগের তৈন রেঞ্জের আওতাধীন আলীকদম বাজার এলাকা থেকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অভিযানে ছানাটিকে উদ্ধার করা হয়।

বন বিভাগ জানায়, পাচারের উদ্দেশ্যে ভাল্লুক ছানাটি বাজারের পাশে পরিত্যক্ত অবস্থায় রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বন সংরক্ষক মাসুম আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে তৈন রেঞ্জ কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল ছানাটিকে উদ্ধার করে।

তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন, উদ্ধারকৃত ভাল্লুক ছানাটির আনুমানিক বয়স ৮ মাস। এর উচ্চতা প্রায় ১৮ ইঞ্চি, দৈর্ঘ্য ২০ ইঞ্চি ও ওজন ৬ কেজি। ছানাটি সম্পূর্ণ কালো রঙের এবং দুর্লভ প্রজাতির বলে জানান তিনি।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোস্তাফিজুর রহমান বলেন, বিপন্ন এই প্রজাতির ভাল্লুক ছানাটি বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর এটিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর