Wednesday, November 5, 2025

পাইকগাছা পৌর বিএনপির নেতৃত্বে আসলাম–সেলিম

শেখ খায়রুল ইসলাম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  খুলনার পাইকগাছা পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে উৎসবমুখর পরিবেশে।

বৃহস্পতিবার দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু।প্রধান অতিথি ছিলেন,কেন্দ্রীয় বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু।

পৌর বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন নায়েবের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ তৈয়বুর রহমান,ইনামুল হক সজল, জেলা সদস্য সুলতান মাহমুদ,মল্লিক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ আব্দুল মজিদ,সদস্য সচিব এস এম ইমদাদুল হক।দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আসলাম পারভেজ ছাতা প্রতিকে ৩৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক পদে কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ হাতি প্রতীকে ৪২২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।সাংগঠনিক সম্পাদক পদে দুই জন নির্বাচিত হয়েছেন ১ম শেখ রুহুল কুদ্দুস মই প্রতিকে ৩৭৯ ভোট, ২য় মনিরুল ইসলাম মন্টু কলস প্রতিকে ২৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।উল্লেখ্য পাইকগাছা পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৯৮ ভোটারের মধ্যে ৫৬০ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে।নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বে ছিলেন এ্যাড চৌধুরী আব্দুস সবুর,এ্যাড তফসিরুজ্জামান,এ্যাড মাসুদ করিম, জিএম মিজানুর রহমান,এ্যাড হবিবুর রহমান মালী।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর