নড়াইল প্রতিনিধি: প্রথম আলোয় প্রকাশিত একটি সংবাদকে ভিত্তিহীন দাবি করে নড়াইলে সংবাদ সম্মেলন করেছে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় নড়াইল প্রেসক্লাবের হলরুমে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২৪শে জুলাই আহত জুলাই যোদ্ধা ও জুলাই বিপ্লবী যুব সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শেখ মোস্তাফিজ। তিনি অভিযোগ করে বলেন, একজন মানুষ যিনি মবের হামলায় নিহত হয়েছেন, তাকে যদি ভুয়া শহীদ হিসেবে উপস্থাপন করা হয়, তা শহীদ পরিবার ও যোদ্ধাদের জন্য অপমানজনক। তিনি আরও জানান, নড়াইল জেলায় ৬৭ জন জুলাই যোদ্ধা আছেন যারা গুলিবিদ্ধসহ গুরুতর আহত হয়েছেন। যথাযথ তদন্ত ও প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ না করতে প্রথম আলোকে প্রতিবাদলিপি পাঠানো হবে এবং সংবাদপত্রটি ক্ষমা না চাইলে সারা দেশে বয়কটের ডাক দেওয়া হবে।
নিহত রবিউলের স্ত্রী সাবরিনা আক্তার বলেন, “আমরা গেজেটভুক্ত শহীদ পরিবার। তবু সংবাদপত্রের মাধ্যমে ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। কয়েকটি ফেসবুক পেজে যে গুজব ছড়ানো হয়েছে তারও কোনো প্রমাণ নেই। তারা যদি প্রমাণ দিতে পারে আমরা যে কোনো শাস্তি মেনে নেব। আর যদি প্রমাণ করতে না পারে, তবে তাদের ক্ষমা চাইতে হবে এবং সঠিক তথ্য দিয়ে পুনরায় সংবাদ প্রকাশ করতে হবে।”
ভক্সপপে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার সাবেক আহ্বায়ক আব্দুর রহমান মেহেদীও এ বিষয়ে বক্তব্য রাখেন।
সংবাদ সম্মেলনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।







