Sunday, September 28, 2025

নবীনদের আগমনে মুখরিত হরিঢালী- কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজ

ওয়েব ডিজাইন — ওয়ান-টাইম স্টার্টার

৫,০০০.০০৳ ২,৫০০.০০৳

১–৩ পেজ • রেসপনসিভ • Elementor Pro • কন্ট্যাক্ট ফর্ম • বেসিক অন-পেজ SEO • ২ রাউন্ড রিভিশন • ১০GB হোস্টিং • ফ্রি ডোমেইন (প্রথম বছর)

এখনই অর্ডার করুন
NS IT Web Solutions

শেখ খায়রুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:– হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠান কলেজ অধ্যক্ষ মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা পাইওনিয়ার কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডঃ মোঃ মোকাররম হোসেন।

বিশেষ অতিথি ছিলেন মোঃ আলতাফ হোসেন, দেবব্রত ভদ্র, মির সাফায়েত হোসেন সহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ তোরাব আলী গাজী, বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ আঃ বারী, তপন চন্দ্র সিংহ, হরিদাস কুমার মন্ডল, মোঃ কামাল হোসেন, জিএম মনিরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক জীবেশ চন্দ্র রায় ও প্রভাষক আঃ হালিম সানা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর