Friday, December 5, 2025

সুপার ফোরের স্বপ্ন টিকিয়ে রাখতে আজ আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

এশিয়া কাপে আশার ফানুস চুপসে গেছে বাংলাদেশ দলের। দেশ ছাড়ার আগে সেরা খেলার প্রতিশ্রুতি দিলেও লিটন দাসরা এখন পর্যন্ত দর্শকদের মন জয় করতে ব্যর্থ। হংকংয়ের বিপক্ষে জিতলেও শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারের পর তিন বিভাগেই ভরাডুবি ঘটেছে টাইগারদের। ফলে সুপার ফোরে খেলার আশা এখন সুতোর ওপর ঝুলছে।

এমন পরিস্থিতিতে আজ (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার আবুধাবির জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায়। এই ম্যাচে জিততে পারলে সুপার ফোরের স্বপ্ন কিছুটা বাঁচবে, আর হারলে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে।

তাওহীদ হ্রদয়ের ধারাবাহিক ব্যর্থতার কারণে চার নম্বরে ফিরছেন সাইফ হাসান। শেখ মেহেদীর জায়গায় আসতে পারেন নাসুম আহমেদ। বিশ্রাম কাটিয়ে একাদশে ফেরার অপেক্ষায় তাসকিন আহমেদ, বাদ পড়তে পারেন শরিফুল ইসলাম।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান ও তাসকিন আহমেদ।

অনলাইন ডেস্ক/আর কে-০৬

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর