কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বানের মধ্যদিয়ে ফুল ছিটিয়ে বরণ করে নেওয়া হলো খুলনার হরিঢালী-কপিলমুনি ডিগ্রী মহিলা কলেজের শতাধিক নবীন শিক্ষার্থীকে। সোমবার (১৫ সেপ্টেম্বর) এই নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করেই মুখরিত হয়ে ওঠে কলেজ ক্যাম্পাস। নবীন বরণ অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসেছিলেন সেজে, কেউবা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি-আনন্দ-আড্ডা-উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও। পাইকগাছায় হরিঢালী-কপিলমুনি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবাগত শিক্ষার্থীদের বরণে ও উদ্বোধনী ক্লাস আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-খুলনা পাইওনিয়ার কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোঃ মোকাররম হোসেন। সহকারী অধ্যাপক জীবেশ চন্দ্র রায় ও প্রভাষক মোঃ আঃ হালিম সানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারী মোঃ আলতাফ হোসেন, কপিলমুনি ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি ও গর্ভনিং বডির সদস্য স ম নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ আঃ বারী, তপন চন্দ্র সিংহ, হরিদাস কুমার মন্ডল, মোঃ কামাল হোসেন জিএম মনিরুল ইসলাম দেবকব্রত ভদ্র ও মির সাফায়েত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোঃ তোরাব আলী গাজী। এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ শেখ মেজবাহ উদ্দীন বলেন, এ কলেজ অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। এ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি।