Thursday, November 6, 2025

চৌগাছায় পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দেওয়ানপাড়া আমবাগান মাঠ প্রাঙ্গণে এই কর্মীসভা হয়।

৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক মুফাজ্জেল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি সাবিরা নাজমুল (মুন্নী)। ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওয়ালিয়া, বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম চঞ্চল, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পাতিবিলা ইউনিয়ন চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদিল নবী মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, পৌর বিএনপির দপ্তর সম্পাদক আল জিহাদি বাবলু এবং ঝিকরগাছা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান কল্লল।

এছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনিচুর রহমান ও আতিয়ার রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান ও হাফিজুর রহমান, পৌর বিএনপির দপ্তর সম্পাদক সাইফুর রহমান সাহেব, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হালিম আলম, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক হাকিম রেজা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, রিপন পারভেজ, রুবেল হোসেন, মহিলা নেতৃবৃন্দসহ ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!