Thursday, November 6, 2025

বিএনপি জনগণের আস্থা অর্জন করতে পেরেছিল বলেই শত প্রতিকূলতার মধ্য দিয়ে আজও টিকে আছে: নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, অনির্বাচিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে তার পরিণতি কি হয় ১/১১ এর সময় আমরা সেটি দেখেছি। তথা কথিত নির্বাচিত শেখ হাসিনার আমালেও তার পরিণাম ভোগ করেছি। সে কারণে বিএনপি দেশ ও জনগণের স্বার্থে নির্বাচনের কথা বলছে। সেটি যেন তেন কোন নির্বাচন নয়, অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে জনগণ যেন স্বাধীন ভাবে তাদের মতামত প্রকাশ করতে পারে। জনরায় যাদের পক্ষে থাকবে তারাই সরকার গঠন করবে।

বিএনপি জনগণের আস্থা অর্জন করতে পেরেছিল বলেই শত প্রতিকূলতার মধ্য দিয়ে আজও টিকে আছে: নার্গিস বেগমগুরুতর অসুস্থ বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা, প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের সুস্থতা কামনায় যশোর জেলা শ্রমিক দল আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তৃতায় তিনি এ কথা বলেন। রোববার বাদ আসর জেলা বিএনপি কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় অধ্যাপক নার্গিস বেগম আরও বলেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে ফাটলের মধ্য দিয়ে যদি ফ্যাসিবাদ ফিরে আসার সুযোগ পায় সেটি জাতির জন্য খুবই দুর্ভাগ্য জনক। এ ব্যাপারে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছে, কেউ ধর্মের দোহাই দিচ্ছে, কেউ সংস্কারের কথা বলছে। কিন্তু বিএনপি প্রথমেই সংস্কারের কথা বলে।

তিনি বলেন, বিএনপি জনগণের আস্থা অর্জন করতে পেরেছিল বলেই শত প্রতিকূলতার মধ্য দিয়ে আজও টিকে আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর বিএনপিকে নিশ্চিন্ন করার জন্য সব ধরণের চেষ্টা করেও সফল হতে পারেনি। এটাই বিএনপির সবচেয়ে বড় সফলতা। আগামীতে যতই প্রতিকূলতা আসুক না কেন? কোন ধর্ম ব্যবসায়ীর ফাঁদে পা দেওয়া কিংবা উস্কানীতে মূলক কাজে পা না দিয়ে দলীয় নেতাকর্মীদের দলকে আরও সুসংগঠিত করে কিভাবে জনমত নিজেদের পক্ষে আনা যায় সেই চেষ্টা করার আহ্বান জানান তিনি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আবু জাফর, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন, জেলা মহিলা দলের সভাপতি রাশিদা রহমান প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!