শিপন রানা, ভালুকা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা, শ্রমিক নেতা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খানের দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাদ মাগরিব ভালুকা উপজেলা শ্রমিক দলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজন। দোয়া মাহফিল পরিচালনা করেন লুপ্ত রহমান। দোয়া মাহফিলে নজরুল ইসলাম খানের আশু রোগমুক্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।






