কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বায়সা মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদুর রহমান মিলন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মজিদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য ইব্রাহিম হোসেন এবং যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা।
অনুষ্ঠানে ২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নারী কর্মী উপস্থিত ছিলেন।






