সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যশোর সদর উপজেলার উপ-শহর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান নান্নুকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনামুল হাসান নান্নুর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ আদেশ ৭ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে।






