Thursday, November 6, 2025

নড়াইল–২ আসনে মনোনয়ন চান মনিরুল ইসলামের পক্ষের তৃণমূল

লোহাগড়া (নড়াইল) |  তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লোহাগড়ার ৪ নম্বর নোয়াগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মশালা ও গণসমাবেশ হয়েছে। বিকেলে নোয়াগ্রামের ছত্রহাজারী হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে নড়াইল–২ আসনে মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে তৃণমূল নেতারা সরব আর্জি জানান।

সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খাইরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। প্রধান বক্তা লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি, বারবার কারাবরণকারী ত্যাগী নেতা আহাদুজ্জামান বাটু। সঞ্চালনায় ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মশিয়ার রহমান।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, সহসভাপতি নায়েব আলী, সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, নড়াইল পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মোল্যা নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোল্যা আকিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি মো. আকতার হোসেন, কাশিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. অলিয়ার রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা, নোয়াগ্রাম ইউনিয়ন কৃষক দলের সভাপতি নজরুল ইসলামসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল–২ আসনে ধানের শীষ প্রতীকে আলহাজ্ব মো. মনিরুল ইসলামকে মনোনয়ন দিতে দলীয় প্রধানের প্রতি আনুষ্ঠানিক অনুরোধ জানানো হবে। কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা–কর্মী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!