শেষ ওভারে ১২ এবং শেষ বলে ২ রানের সমীকরণ মেলাতেই জয় নিশ্চিত করেছে ক্যারিবীয় প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। বার্বাডোজ রয়্যালসের দেওয়া ১৮৮ রানের লক্ষ্য তাড়ায় রোমাঞ্চকর ম্যাচটি শনিবার অনুষ্ঠিত হয় বার্বাডোজের কিংসটন ওভালে।
টস হেরে আগে ফিল্ডিং নেওয়া সাকিবদের অ্যান্টিগার বিপক্ষে শুরু থেকেই আগ্রাসী ছিল বার্বাডোজের ব্যাটিং। ১১.২ ওভারেই উদ্বোধনী জুটিতে আসে ৯১ রান। ওপেনার কুইন্টন ডি কক ২৮ বলে ২৭ রান করে আউট হলেও অপর ওপেনার ব্রেন্ডন কিং ৬৫ বলে ৬ চার ও ৭ ছক্কায় অপরাজিত ৯৮ রান করেন। শেষ দিকে ক্রিস গ্রিনের ৬ বলে ১৬ রানের ক্যামিওয়েও ৪ উইকেটে ১৮৭ রানের বেশি তুলতে পারেনি বার্বাডোজ।
অ্যন্টিগার হয়ে সাকিব ৩ ওভার ৩৩ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও মাত্র ৪ ওভারে ১৩ রানে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা পারফরম্যান্স দেন সালমান ইরশাদ।
লক্ষ্য তাড়ায় অ্যান্টিগাকে ভালো শুরু এনে দেন আমির জাঙ্গু ও আন্দ্রেস গুস। ৪.২ ওভারে ৪৫ রান তুলতেই আউট হন জাঙ্গু (২৩)। এরপর করিমা গোর আউট হলেও অপরপ্রান্তে অবিচল ছিলেন যুক্তরাষ্ট্রের উইকেটরক্ষক গুস। তিনি ৫৩ বলে ৫ চার ও ৪ ছক্কায় অপরাজিত ৮৫ রান করে অ্যান্টিগার জয় নিশ্চিত করেন।
এ ছাড়া কেভিন উইকম্যান ২১ বলে ২৬, ইমাদ ওয়াসিম ১১ বলে ১৭ এবং সাকিব ১২ বলে ১৫ রান করেন। বার্বাডোজের পক্ষে ৩ উইকেট নেন ড্যানিয়েল স্যামস।
এই জয়ের পর ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে সাকিব-ইমাদদের অ্যান্টিগা। সমান ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সেন্ট লুসিয়া কিংস ও ত্রিনবাগো নাইট রাইডার্স।
অনলাইন ডেস্ক/আর কে-০৫







