কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে বিএনপির পৃথক দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি কেশবপুর পৌরসভার ২নং (ভোগতি–নরেন্দ্রপুর) ওয়ার্ড বিএনপির কর্মী সভা এবং অন্যটি সাগরদাঁড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নারীদের উঠান বৈঠক।
৫ সেপ্টেম্বর বিকেলে ভোগতি–নরেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ২নং ওয়ার্ড বিএনপির কর্মী সভায় সভাপতিত্ব করেন আব্দুল মতিন গাজী। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবুল হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আলা উদ্দিন আলা, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবনেতা আব্দুল গফুর।
অনুষ্ঠান শেষে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ নেত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অন্যদিকে একইদিন বিকেলে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নারীদের নিয়ে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মির্জাপুর গ্রামে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম হোসেন খান। প্রধান অতিথি ছিলেন কেশবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডাবলু, যশোর জেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাজমা সুলতানা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিদ সানা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি মজনু হোসাইন।






