Thursday, November 6, 2025

বসুন্দিয়া ইউনিয়নে ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটি গঠন ও গণসংযোগ

আজম খান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বসুন্দিয়া মোড় দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বসুন্দিয়া ইউনিয়নের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি প্রভাষক মাওলানা ফজলুল করিম।

কমিটি গঠনের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ও চরমোনাই পীর মনোনীত যশোর-৪ আসনের এমপি পদপ্রার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন হাতপাখা প্রতীকের পক্ষে বসুন্দিয়া মোড়ে বিভিন্ন দোকানে গণসংযোগ করেন।

আলোচনা শেষে মো. আ. সাত্তার লিটনকে আহ্বায়ক ও মাওলানা সাইফুল ইসলামকে সমন্বয়কারী করে বসুন্দিয়া ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।

গণসংযোগ শেষে অ্যাডভোকেট মাওলানা বায়েজীদ হোসাইন বলেন, “ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে সাধারণ মানুষ এখন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে। আমি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, দুঃশাসন, চাঁদাবাজি ও দখলদারমুক্ত যশোর-৪ গড়তে চাই। এজন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!