কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুরে উপজেলা বিএনপির উদ্যোগে মহিলা উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের পাচারই গ্রামে এ অনুষ্ঠান হয়।
মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রেহেনা আজাদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াজেদ খান ডবলু, যশোর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক নাজমা সুলতানা, বিএনপি নেতা মোন্তাজ আলি ও ছাত্রদল নেতা মোস্তাফিজুর রহমান প্রমুখ।






