যশোর ঘোপ বেলতলা এলাকার বাসিন্দা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) যশোর জেলা কমিটির অন্যতম নেতা প্রতাপ বিশ্বাস ও সৌরভ বিশ্বাসের পিতা শ্রী বিমল বিশ্বাস আর নেই।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩০ মিনিটে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ব্রেন স্ট্রোক আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন।
বিমল বিশ্বাসের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জাগপার প্রেসিডিয়াম সদস্য ও খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়ক, যশোর জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি মো. নিজামদ্দিন অমিত; জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি কামাল চৌধুরী; কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর জেলার অর্থ সম্পাদক আফসানা ইয়াসমিন অনুরুপাসহ জেলা ও কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতারা।
তারা বিমল বিশ্বাসের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।






