নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে নানা আয়োজনে পালিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে নড়াইল সদর উপজেলা ও নগর বিএনপির যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শহরের চৌরাস্তা দলীয় কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম।
এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোর্শেদ জাপল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. জুলফিকার আলী মণ্ডল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মুঞ্জরুল সাঈদ বাবু, মহিলা দলের মধুমিতা ও মাজেদা খানম টুকটুকি প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন নগর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মনিরুল ইসলাম বলেন, “ফেব্রুয়ারির ১২ তারিখের পর নির্বাচন নিয়ে যদি টালবাহানা হয়, তবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে অচল করে দেওয়া হবে।” তিনি আরও বলেন, “বাংলাদেশের ভূখণ্ড, পতাকা ও সংবিধান ১৯৭১ সালে হয়েছে; কিন্তু জামায়াত তখনও স্বাধীনতাকে অস্বীকার করেছে। তারা বারবার ইতিহাসের বিরোধিতা করেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, নির্বাচনে বিলম্ব হলে দেশব্যাপী কঠোর কর্মসূচি দেওয়া হবে।”






