Thursday, November 6, 2025

চৌগাছার পাতিবিলা ইউনিয়নে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান। এছাড়া উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আলীবর্দি, মোস্তাফিজুর রহমান, মহিলা দলের সভাপতি আলেয়া বেগম, থানা বিএনপির সদস্য জহুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, দেশ বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে। কোনো অপশক্তি যেন দেশকে অশান্ত করতে না পারে সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে। বিগত সরকারের আমলে মানুষ নিরাপদ ছিল না, তাই গণতন্ত্র পুনরুদ্ধারে দলের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

আলহাজ্ব মিজানুর রহমান খান বলেন, “চৌগাছা উপজেলার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। বিএনপি থেকে আমি বা অন্য কেউ নমিনেশন পেলেও আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে ধানের শীষের বিজয় নিশ্চিত হয়।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!