ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো প্রবাসীরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এ পদ্ধতিতে কারাবন্দি ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তারাও ভোট দিতে পারবেন। পোস্টাল ব্যালটের কারণে এবারের নির্বাচনি ব্যয়ে প্রায় ৪০০ কোটি টাকা অতিরিক্ত যুক্ত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসির রোডম্যাপ অনুযায়ী, মোবাইল অ্যাপ তৈরি থেকে শুরু করে ভোটার নিবন্ধন, ব্যালট পাঠানো ও ফেরত আনার মতো কার্যক্রম ইতোমধ্যে নির্ধারণ করা হয়েছে। খরচের বড় অংশ যাবে আইনশৃঙ্খলা বাহিনীর অনুকূলে, যা মোট বাজেটের ৫৫–৬৫ শতাংশ পর্যন্ত হতে পারে।
একটি ব্যালট পাঠানো ও ফেরত আনতে ডাক বিভাগের খরচ ৪০০–৫৫০ টাকা হলেও বেসরকারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খরচ হবে ৫ হাজার থেকে ৭ হাজার টাকা পর্যন্ত। সবমিলিয়ে একজন ভোটারের পোস্টাল ব্যালট আনা-নেওয়ায় ব্যয় ধরা হচ্ছে ৪০–৪৫ ডলার।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, এর আগে ব্যালট ফেরত আসতে দেরি হতো বা অনেক সময় আসতই না। এবার সব প্রতীকের ব্যালট একসঙ্গে পাঠিয়ে ভোট নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য আলাদা করে ৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
অনলাইন ডেস্ক/আর কে-০৩







