ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সোমবার বিকেলে ডাকসু নির্বাচন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে হাইকোর্টের আদেশে নির্বাচন স্থগিত হওয়ার খবরে শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। বিকেল সোয়া চারটার পর বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন হাজারো শিক্ষার্থী।
তাঁরা স্লোগান দেন— ‘হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু’, ‘ডাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’। উপাচার্যের বাসভবনের সামনে টানা আধাঘণ্টার বেশি সময় ধরে অবস্থান নেন তাঁরা।
এর মধ্যে বিকেল ৪টা ৪০ মিনিটে চেম্বার আদালত হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করলে পরিস্থিতির পাল্টে যায়। খবরটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। বিজয়ের ভঙ্গিতে হাত তুলে ‘ডাকসু ডাকসু’, ‘৯ তারিখ ৯ তারিখ’ স্লোগান দিতে থাকেন অনেকে।
পৌনে পাঁচটার দিকে ধীরে ধীরে শিক্ষার্থীরা সরে যেতে থাকেন। এ বিক্ষোভে নেতৃত্ব দেন গণতান্ত্রিক ছাত্র সংসদ-সমর্থিত বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের ভিপি প্রার্থী আবদুল কাদের। পরে তাঁদের সঙ্গে যোগ দেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার।
এই ঘটনাকে ঘিরে পুরো ক্যাম্পাসে দিনভর উত্তেজনা বিরাজ করে।







