বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এখন ক্রিকেটভক্তদের নজরের কেন্দ্রবিন্দুতে। গুঞ্জন রয়েছে, তিনি বিসিবির সভাপতি পদে লড়তে পারেন। যদিও সরাসরি বিষয়টি নিশ্চিত করেননি তামিম, তবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দিয়েছেন ইতিবাচক ইঙ্গিত।
একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন, যদি প্রশ্ন করেন, আমি বিসিবির নির্বাচনে অংশ নেব কি না, তাহলে বলতে পারি আমার খুব ভালো সম্ভাবনা আছে। এবার নির্বাচন করছি আমি। এখন আমি এটুকুই বলতে চাই যে, আমার নির্বাচন করার জোরালো সম্ভাবনা রয়েছে।
নির্বাচনে জিতলে তিনি দেশের ক্রিকেটে সুযোগ-সুবিধা বাড়ানোকে প্রধান অগ্রাধিকার দেবেন। তিনি বলেন, “আমার ফোকাস থাকা উচিত সর্বোচ্চ দুই-তিনটি বিষয়ের ওপর। এ মুহূর্তে সবচেয়ে জরুরি হলো বাংলাদেশ ক্রিকেটের সুযোগ-সুবিধা বাড়ানো। খেলোয়াড় ও কোচ আছে, কিন্তু নতুন প্রতিভা বের করার অবকাঠামো নেই। যারা আছে, তাদের উন্নতির জায়গাও নেই।”
তামিম আরও যোগ করেন, সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়ে কোনো আলোচনাই শুনছি না। আমি আসতে পারলে চার বছরের মধ্যে সেই সুযোগ-সুবিধা তৈরি করে দিতে চাই, যাতে বাংলাদেশের ক্রিকেট আগামী ৮-১০ বছরের জন্য শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারে।
অনলাইন ডেস্ক/আর কে-০৬







