Thursday, November 6, 2025

অভয়নগরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

‎বিশেষ প্রতিনিধি: ‎বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভয়নগর থানা ও নওয়াপাড়া পৌর বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ‎আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় নওয়াপাড়া ইনস্টিটিউটের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‎ ‎সভায় প্রধান অতিথি ছিলেন অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডাবলু, নওয়াপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা। ‎ ‎সভায় সভাপতিত্ব করেন নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নাঈম মোড়ল এবং সঞ্চালনা করেন থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন। ‎ ‎বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে সফলভাবে উদযাপন করতে নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। এ সময় থানা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!