Thursday, November 6, 2025

ফুলবাড়ি আন্দোলনের শহীদদের স্মরণে যশোরে সমাবেশ

ফুলবাড়ি অভ্যুত্থানের শহীদদের স্মরণে যশোর সরকারি এম এম কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ (আরসিসিএল) যশোর জেলা কমিটি। সমাবেশে বক্তারা ২০০৬ সালের ঘটনাবলির দায় নির্ধারণ ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলসহ দমন-পীড়নের বিচার দাবি করেন।

জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান সমাবেশে বলেন, ২০০৬ সালে ফুলবাড়ি কয়লা খনিতে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলনের চুক্তি “জাতীয় স্বার্থবিরোধী” ছিল; এতে জমি, বসতভিটা ও পরিবেশ ঝুঁকিতে পড়েছিল। তাঁর দাবি, ওই সময়ের সিদ্ধান্ত ও পরবর্তী দমন-পীড়নের দায় রাজনৈতিকভাবে নির্ধারণ করতে হবে। বক্তৃতায় তিনি সাবেক চারদলীয় জোট সরকারের জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের নাম উল্লেখ করে কঠোর সমালোচনা করেন।

বক্তারা বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট ফুলবাড়িতে আন্দোলনের সময় পুলিশের গুলিতে “কমপক্ষে চারজন” নিহত ও বহু মানুষ আহত হন। তাঁদের দাবি, তখন সরকার ও সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যে ছয় দফা চুক্তি হয়েছিল, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি; বরং কয়েকটি মামলায় আহত-নির্যাতিতদের এখনো আদালতে হাজিরা দিতে হচ্ছে।

উল্লেখ্য, নিহতের সংখ্যা ও ঘটনাবলির বিস্তারিত নিয়ে ভিন্নতর বর্ণনাও প্রচলিত; সমাবেশে উত্থাপিত দাবিগুলো বক্তাদের নিজস্ব বক্তব্য।

সমাবেশে উপস্থিত নেতারা বলেন, “মজলুম কৃষক–শ্রমিক জনতার স্বার্থ রক্ষায়” ঐক্য গড়ে “জনগণের রাষ্ট্র” কায়েম করতে হবে। এ সময় কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু শপথ বাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন জেলা নেতা কমরেড পলাশ বিশ্বাস, শহর কমিটির নেতা কমরেড শেখ আলাউদ্দিন, কমরেড হাবিবুর রহমান মোহনসহ অনেকে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!