Thursday, November 6, 2025

বেনাপোলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মিছিল ও লিফলেট বিতরণ

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে বেনাপোল পৌর বিএনপির উদ্যোগে ধানের শীষের এক বিশাল মিছিল ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল পৌর বিএনপির আয়োজনে বেনাপোল স্থলবন্দর ও পৌর বাজার এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি স্থলবন্দরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শেষে পৌর বাজারে এসে সমাপ্ত হয়। কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের মাঝে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন এবং বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারত নেতৃত্ব দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সাগর ও কামরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, কৃষিবিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন; পুটখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদের খান ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম; বাহাদুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার সাহেব আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ও সাংগঠনিক সম্পাদক খোকন; কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম; শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম; বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু ও যুগ্ম আহ্বায়ক মীর আলম; শার্শা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুল ইসলাম চয়ন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল সাগর; মৎস্যজীবী দলের আহ্বায়ক মফিজুর রহমান; বেনাপোল কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসান ইমাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সবুজ; বেনাপোল পৌর ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফসহ শার্শার বিভিন্ন ইউনিয়ন এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আলহাজ নুরুজ্জামান লিটন বলেন, “দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে আমি আজ শপথ নিয়েছি। শার্শা উপজেলার ১৭২টি গ্রামে ঘরে ঘরে এ কর্মসূচি পৌঁছে দেবো, ইনশাআল্লাহ।”

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর

error: Content is protected !!