Friday, December 5, 2025

৬ সেপ্টেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

আজ সোমবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার পালিত হবে।

জাতীয় চাঁদ দেখা কমিটি গতকাল সন্ধ্যায় জরুরি বৈঠকে দেশের বিভিন্ন জেলা প্রশাসন, আবহাওয়া অধিদপ্তর এবং সংশ্লিষ্ট দফতর থেকে পাওয়া তথ্য যাচাই করে গতকাল চাঁদ না দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে।

কমিটি জানিয়েছে, গতকাল চাঁদ দেখা না যাওয়ায় সফর মাস ৩০ দিনেই শেষ হলো আজ এবং মঙ্গলবার থেকে রবিউল আউয়াল মাসের গণনা শুরু হবে। ১২ রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী (সা.) ৬ সেপ্টেম্বর উদযাপিত হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর