Saturday, December 6, 2025

১২ জেলায় বন্যার আশঙ্কা, সতর্ক করল পাউবো

দেশের বিভিন্ন জেলায় অব্যাহত বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বৃহস্পতিবার (২১ আগস্ট) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে এ সতর্কবার্তা দেওয়া হয়।

পাউবো জানিয়েছে, তিস্তা নদীর পানি সমতল আগামী দুই দিন বৃদ্ধি পাবে এবং তৃতীয় দিনে স্থিতিশীল থাকতে পারে। এ সময়ে নীলফামারী ও লালমনিরহাট জেলার কিছু স্থানে পানি সতর্ক সীমায় প্রবাহিত হয়ে নদী-সংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ ছাড়া ফেনী, মুহুরী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু, মাতামুহুরি, নোয়াখালী খাল ও রহমতখালি খালের পানি সমতল আগামী তিন দিন ধরে বৃদ্ধি পেতে পারে। এতে ফেনী, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সিলেট অঞ্চলের নদীগুলোর অবস্থাও একই রকম হতে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, লুবাছরা, যাদুকাটা, ঝালুখালি, মনু, ধলাই ও খোয়াই নদীর পানি আগামী তিন দিন বাড়বে। তৃতীয় দিনে তা স্থিতিশীল থাকতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদী-সংলগ্ন নিম্নাঞ্চল ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মোট ১২ জেলায় সাময়িক প্লাবনের আশঙ্কা প্রকাশ করে পাউবো জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও জনগণকে সতর্ক থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর