দীর্ঘ প্রায় দুই বছরের স্থগিতাদেশের পর বিদেশি শ্রমিক নিয়োগে ফের কলিং ভিসার কোটা উন্মুক্ত করেছে মালয়েশিয়া। এ প্রক্রিয়ায় সাড়ে ২৪ লাখের বেশি বিদেশি শ্রমিক নেওয়া হবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসিউশন ইসমাইল। মঙ্গলবার (১৯ আগস্ট) এক ঘোষণায় তিনি এ তথ্য জানান।
মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মানবসম্পদ মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ২০২২ সালের আগস্টে শ্রমবাজার উন্মুক্ত হলেও ২০২৩ সালের মার্চে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছিল। প্রায় দুই বছর পর ফের কোটা উন্মুক্ত হওয়ায় বিভিন্ন খাতে নতুন করে শ্রমিক নেওয়া হবে।
কৃষি, বাগান, খনি, সিকিউরিটি গার্ড, হোলসেল ও রিটেল, ল্যান্ড ওয়্যার হাউস, মেটাল ও স্ক্র্যাপ, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো এবং বিল্ডিং ক্লিনিংসহ মোট ১৩টি খাতে বিদেশি শ্রমিক নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে নির্মাণ খাতে কেবল সরকারি প্রকল্পে বিদেশি কর্মী নেওয়া যাবে। আর উৎপাদন বা ম্যানুফ্যাকচার খাতে অগ্রাধিকার দেওয়া হবে মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি (এমআইডিএ) অনুমোদিত নতুন বিনিয়োগকে।
এবারের কলিং ভিসায় কেবল খাতভিত্তিক অফিসিয়াল এজেন্সির মাধ্যমে আবেদন করা যাবে। কোনো ব্যক্তিগত এজেন্ট বা সরাসরি নিয়োগকর্তা আবেদন করতে পারবে না। আবেদন যাচাই শেষে অনুমোদন দেবে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি এবং যৌথ কমিটি।
বর্তমানে ২৪ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন বিদেশি শ্রমিকের কোটা বহাল আছে, যা চলবে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এরপর থেকে বিদেশি শ্রমিক নিয়োগ সীমিত করে মালয়েশিয়ার মোট শ্রমশক্তির সর্বোচ্চ ১০ শতাংশে নামিয়ে আনা হবে।
তবে নতুন কোটায় বাংলাদেশ থেকে কত শ্রমিক নেওয়া হবে তা এখনও নিশ্চিত করেনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।







