গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কার করেছে দলটি। সোমবার (১৮ আগস্ট) এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে স্বপদ ও সব ধরনের দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কারের এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
এর আগে, সোমবার দুপুরে মাহিন সরকারকে সঙ্গে নিয়ে ‘ডিইউ ফার্স্ট’ ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করেন স্বাধীন বাংলাদেশের ছাত্র সংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ। বিকেলে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এই প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়বেন মো. মাহিন সরকার।
এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন লক্ষ্মীপুর জেলা ছাত্রছাত্রী কল্যাণ সমিতির সভাপতি ফাতেহা শারমিন এ্যানি।
অনলাইন ডেস্ক/আর কে-০৩






