ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুরের মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুকে দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক ওয়াজিদুর রহমান এ নির্দেশ দেন। রোববার রাতে তাঁকে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি দল সাবেক এমপি শফিকুল ইসলাম অপুকে নিয়ে আসে। এরপর তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ঝিনাইদহ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম অপুর বিরুদ্ধে সদর উপজেলার পোড়াহাটি এলাকায় শিবির নেতা ইবনুল ইসলাম পারভেজ হত্যা মামলা, শহরের হাটের রাস্তায় জামায়াতকর্মী আব্দুস সালাম হত্যা মামলা, গত বছরের ৪ আগস্ট শহরের পায়রা চত্বরের আক্তার ফার্মেসি ভাংচুর, জেলা বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাসহ মোট ৫টি মামলা রয়েছে।
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গত বছরের ৪ আগস্ট ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় সাবেক সংসদ সদস্যকে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁকে থানা হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। বাকি মামলাগুলোতেও শফিকুল ইসলাম অপুকে পর্যায়ক্রমে আদালতে হাজির করা হবে।






